বিশ্বের প্রথম ছবিটি তোলা হয়েছিল হেলিওগ্রাফ পদ্ধতিতে। এখন পর্যন্ত টিকে আছে বিশ্বের প্রথম ছবি। ১৮২৬ সালে এই ছবিটি তুলেছিলেন ক্যামেরার আবিষ্কারক বিখ্যাত ফরাসি উদ্ভাবক জোসেফ নিসেফর নিয়েপ্স। নিয়েপ্সের সাথে মিলে হেলিওগ্রাফ পদ্ধতিকে উন্নত করেন ফরাসি চিত্রশিল্পী এবং উদ্ভাবক লুই ড্যাগার।
১৮৩৮ সালে প্যারিসের দ্যু টেম্পলের সামনে তোলা ছবিটি বিশ্বের প্রথম মানুষের ছবি। ৭ মিনিট সময় নিয়ে তোলা এই ছবিটিতে এক ব্যক্তিকে জুতা পালিশ করতে দেখা যায়।
বিশ্বের প্রথম সেলফি বলা যায় এই ছবিটিকে। ১৮৩৯ সালে কারো সাহায্য ছাড়া নিজে নিজেই ছবিটি তুলেছিলেন মার্কিনন ফটোগ্রাফার রবার্ট কর্নেলিয়াস। ক্যামেরা চালু করে দিয়ে তিনি সামনে দাঁড়িয়েছিলেন দীর্ঘ সময়।
রঙিন প্যাঁচানো ফিতা বা টার্টান রিবনের ছবিটি ১৮৬১ সালে তোলা বিশ্বের প্রথম রঙিন ছবি। ছবিটি তুলেছিলেন পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। লাল, সবুজ ও নীল ফিল্টার ব্যবহার করে তোলা ৩টি পৃথক রঙিন ছবিকে একত্রিক করে মূল রঙগুলো ফুটিয়ে তোলেন ম্যাক্সওয়েল।
এক সময় সংবাদপত্র ছিল শুধুই অক্ষরের সমষ্টি। ১৮৪৭ সালে ফ্রান্সের এক অপরাধীর ছবিটি ছিল সংবাদের জন্য তোলা বিশ্বের প্রথম ছবি।
মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের ছবিটি বিশ্বের প্রথম আকাল থেকে তোলা ছবি। জেমস ওয়ালেস ছবিটি তুলেছিলেন ১৮৬০ সালে ২ হাজার ফুট উচ্চতা থেকে তোলা ছবিটির শিরোনাম ছিল। বোস্টন যেভাবে ঈগল এবং বুনো হাঁস একে দেখে।
০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বিশ্বের ইতিহাসে প্রথম ছবিগুলো (ভিডিও) সহ
- অনলাইন ডেস্ক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
- প্রকাশ : ১০:৩২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
- ৫৪৬ Time View
জনপ্রিয় সংবাদ